আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

সিরাজদিখানে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২৫ জন আহত

মোঃ আহসানুল ইসলাম সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। ২২ আগষ্ট শনিবার সকাল ৯ টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের সিরাজদিখান-নিমতলা সড়কের কোটগাও নামক এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে গুরতর আহত এক ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল অনুমান ৯ টার দিকে কোটগাও গ্রামস্থ সিরাজদিখান-নিমতলা সড়কে সিরাজদিখান থেকে ঢাকা গামী ডিএম পরিবহন ও ঢাকা থেকে সিরাজদিখান গামী সিরাজদিখান পরিবহন বেপরোয়া গতিতে চালিয়ে আসার কারণে দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১ জন গুরুতর আহতসহ ২৫ জন আহত হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামান জানান, আমাদের এইখানে এই পর্যন্ত ১৫ জন চিকিৎসা নিতে এসেছে। তবে এর মধ্যে গুরুতর এক জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।সিরাজদিখানে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহতসহ ২৫ জন আহত

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ