আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

ধামরাইয়ে চাল চুরির অভিযোগে চেয়ারম্যান বরখাস্ত

 

নিজস্ব প্রতিবেদক :

ধামরাইয়ে ত্রাণের চাল চুরির ঘটনায় গ্রেফতার ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজুকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সামিউল হক।

মিজানুর রহমান মিজু ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি একই এলাকার আমছিমোড়ের আফসার উদ্দিনের ছেলে।

তিনি জানান, গত ১১ আগস্ট দিবাগত রাতে ত্রাণের চাল আত্মসাৎতের অভিযোগে ধামরাইয়ের যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজুকে গ্রেফতার করে র‌্যাব। এসময় তার বাড়ি থেকে আত্মসাতের উদ্দেশ্যে মজুদ করে রাখা ৩৫ বস্তা ভর্তি ৫৬০ কেজি চাল উদ্ধার করা হলে ধামরাই থানায় মামলা দায়ের হয়। পরে ১৮ আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরীর স্বাক্ষরিত দুইটি চিঠিতে তাকে সাময়িক বরখাস্ত ও কারন দর্শানো নোটিশ দেয়া হয়।

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের একটি চিঠিতে গ্রেফতার ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়। অপর একটি চিঠিতে কেন তাকে চুড়ান্ত অপসারন করা হবে না, তার কারন দর্শানোর জন্য বলা হয়েছে। পরিষদ পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ধারা ৩৪(১) অনুযায়ী ইউপি চেয়ারম্যানকে তার স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ