আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

জরিমানা করার পরে ও মাস্ক পরানো যাচ্ছে না

 

ফারিয়া  ইসলাম সূচনা :

সবাই নিজ নিজ কর্মজিবনে ফিরে গেলে ও করোনা মহামারী যে আমাদের দেশ থেকে এখনো চলে যায় নি তা হয়তো অনেকে ভুলতে বসেছে|
সেই কারনেই স্বাস্থ্যবিধি অমান্য করছে সাধারন জনগন, রাস্তাঘাটে চলাচলের সময় দেখা যায় বেশির ভাগ মানুষ মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছে এবং ঝু্ঁকিতে ফেলছে অন্যদের জিবন|
সবাই মাস্কের সঠিক ব্যবহার যেন করে তাই মাস্ক না পরায় জরিমানা নেওয়ার নিয়ম শুরু হয়েছিলো| কিন্তু এই নিয়মে কোনো কাজ হয়নি| জরিমানা করার পরে ও বেশির ভাগ মানুষ মাস্ক ছাড়া স্বাধীন ভাবে চলাচল করছে| কারোর মাস্ক ব্যাগে,কারোর পকেটে,কারোর আবার নাকের নিচে এবং অনেকে মাস্ক নিয়ে বের হতেই ভুলে যান| পুলিশ অথবা মিডিয়ার লোকের সাথে ক্যামেরা দেখলে তখন হয়ে যাচ্ছে সচেতন| কেউ কেউ আবার নানা অজুহাত দেখাচ্ছে|
বিভিন্ন সংস্থার মোবাইল কোর্ট গুলো গত ১মাসে প্রায় ২ কোটি টাকা জরিমানা তুলেছে কিন্তু তারপরে সর্তক হচ্ছে না সাধারন জনগন| মাস্ক নিয়ে সর্তকতা বাড়াতে ঢাকা জেলাকে ১১টি সার্কেলে ভাগ করে পরিচালিত হচ্ছে মোবাইল কোর্ট|
জরিমানা প্রতিদিনই লাক্ষ টাকার বেশি হলে ও পরিবর্তন আসছে না কারোর মধ্যে এই নিয়ে চিন্তিত মোবাইল কোর্ট|

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ