মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি :
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনোয়ার হোসেন পিপিএম(বার) বিপিএম (বার)এর নির্দেশনায় কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবে খোদা এর নেতৃত্বে ১৭ আগষ্ট বিকাল ৪ সময় কাশিমপুর থানার চৌকস পুলিশ অফিসার এস/আই দীপঙ্কর রায় সঙ্গীয় ফোর্সসহ ওয়ারেন্ট ভুক্ত আসামী আরফান কে ৪০পিচ ইয়াবা এবং১ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করতে সক্ষম হন।
আাসামীর ব্যাপারে জানতে চাইলে এস/ আই দীপঙ্কর বলেন তার নামে ১৩ টি বিভিন্ন মামলা আছে মামলার বিবরণে বলেন, কাশিমপুর থানার মামলা নং-০৯ তাং ১০/০৫/২০১৯ ইং ধারাঃ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১০ (ক)/৪১ ২। জিএম পি কাশিমপুর থানার মামলা নং ০৩ তাং ১০/০৪/২০১৯ ধারাঃ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) ক এর ১০ এর (ক)/১৯ (খ)/৪১। ৩। জিএম পি কাশিমপুর থানার মামলা নং ০৮ তাং ২১/০৩/২০১৯ ইং ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১)এর ৮ (গ)/৪১। ৪। জিএম পি কাশিমপুর থানার মামলা নং ১১, তাং ১৫/০২/২০১৯ ইং ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের (৩৬) এর ৮ (খ)/৪১। তাছাড়াও তিনি এলাকার সন্ত্রাসী এবং মাদকের ডিলার বলে জানান এলাকাবাসী।এলাকার লোকজন কাশিমপুর থানার ওসি ও এস/ আই দীপঙ্কর রায় কে ধন্যবাদ জানান আরফান কে গ্রেফতার করার জন্য। নিয়মিত মামলা রজু করা হয়েছে মামলা নং ১৭ এবং তাকে আগামীকাল সকালে আদালতে প্রেরন করা হবে বলে জানিয়েছন কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মাহাবুবে খোদা।