হাবিবুর রহমান নড়াইলঃ
নড়াইলের কালিয়ায় মাদক সেবন ও বিক্রি এবং চুরির দায়ে তিন ব্যক্তিকে ৬ মাসের করে কারাদণ্ড দিয়েছে কালিয়া উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিয়া উপজেলা নির্বাহি অফিসার মোঃনাজমুল হুদা।
সোমবার (১৭ই আগস্ট) কালিয়া উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন।
ঘটনা সুত্রে জানা যায়,
কালিয়া পৌরসভার চাঁদপুর গ্রামের মো: আব্দুল কালাম শেখের ছেলে মো:ইবাদুল শেখ ওরফে লাল্লু(৩০) মাদক সেবন ও বিক্রি মামলায় ভ্রাম্যমাণ আদালতের সাজাপ্রাপ্ত একমাত্র আসামি।
অপরদিকে উপজেলার গাজীরহাট নামক স্হানে ভ্যান চুরি করে হাতেনাতে ধরা পড়া অন্য দুজন সাজাপ্রাপ্ত আসামি একই গ্রামের কুদ্দুস বিশ্বাসের ছেলে হাসান বিশ্বাস(২৭)ও নিজাম শেখের ছেলে রেজাউল শেখ(২৮)।
এ রায় বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃনাজমুল হুদা বলেন,
করোনা ভাইরাসের সুযোগ নিয়ে কিছু ব্যক্তি মাদক ও চুরির সাথে জড়িয়ে পড়েছে।
এ ব্যাপারে কালিয়া থানা এবং নড়াগাতি থানা পুলিশ আন্তরিক ভাবে কাজ করে চলছে।