আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

শেরপুরে ভিক্ষুক পেলেন প্রধানমন্ত্রীর বিশেষ উপহার

 

শেরপুর প্রতিনিধিঃ

শেরপুরের ঝিনাইগাতীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ব্যক্তিগত অর্থায়নে প্রদানকৃত বিশেষ উপহার পাকা বাসগৃহ ও দোকান ঘর এর চাবি ভিক্ষুক নাজিম উদ্দিনের হাতে হস্তান্তর করা হয়েছে।
১৬ আগষ্ট রবিবার সকাল সাড়ে ১১টায় শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব এ চাবি হস্তান্তর করেন। এসময় উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর ছিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুজ্জামান লেবুসহ জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে অসহায় মানুষদেরকে সাহায্য করতে ভিক্ষুক নাজিম উদ্দিন তার ঘর তৈরির জন্য ভিক্ষা ভিত্তির সঞ্চয়কৃত ১০ হাজার টাকা গত ২১ এপ্রিল মঙ্গলবার ঝিনাইগাতীর ইউএনওর করোনা তহবিলে দান করেন। ওই গ্রামের মৃত ইয়ার উদ্দিনের ছেলে নাজিম উদ্দিনের দানের এ বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টি গোচর হয়। ভিক্ষুকের এই মানবিকতা দেখে প্রধানমন্ত্রীর তাৎক্ষণিক নির্দেশ মোতাবেক শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব, ভিক্ষুক নাজিম উদ্দিনকে পাকা ঘর-বাড়ী দেওয়ার ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী গান্ধীগাঁও গ্রামে তৈরি করা হয় নাজিম উদ্দিনের জন্য এক বিশাল পাকাঘর। পাঁচ শতাংশ জমির উপর এ ঘর নির্মাণ করা হয়েছে। পুরো বাড়িটি ইট দিয়ে গেঁথে তোলা হয়েছে। সেখানে থাকছে দু’টি কক্ষ। বাড়ির ওপরে রঙিন টিনের ছাউনি। দু’পাশে লোহার গ্রিল দিয়ে বারান্দা করা হয়েছে। রয়েছে বেশ বড় রান্নাঘর, তারপাশে গোসলখানা ও শৌচাগার। সব মিলিয়ে একটি মনোরম পরিবেশের বসতবাড়ি বৃদ্ধ নাজিম উদ্দিনের জন্য উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার কথা সাংবাদিকদের জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ