আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

প্রতিটি ওয়ার্ডে হচ্ছে পুলিশিং বিট অফিস। জিএমপি কমিশনার

 

মেহেদী হাসান,বিশেষ প্রতিনিধি :

মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ ও নাগরিকদের সহজেই পুলিশিং সেবা দিতে গাজীপুর মেট্রোপলিটনের প্রতিটি ওয়ার্ডে বিট অফিস চালুর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন বিপিএম (বার) পিপিএম (বার)

রোববার (১৬ আগস্ট) দুপুরে নগরীর ২৪ নং ওয়ার্ডের ভানুয়া বিট পুলিশিং অফিস উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। কমিশনার আরও জানান, সমন জারি, মাদকব্যবসায়ীদের চিহ্নিত করা, চুরি-ডাকাতি বন্ধ এবং অপরাধ অনুযায়ী বিট এলাকায় তাৎক্ষণিক ব্যবস্থা করাই এর মূল উদ্দেশ্য।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার শরিফুর রহমান, যুগ্ম কমিশনার মো. আজাদ মিয়া, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া ও স্থানীয় বাসিন্দারা। সাধারণ জনগণ এতে আরো সহজেই পুলিশিং সেবা পাবে বলে মনে করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ