আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

কাশিমপুরে জাতীয় শোক দিবস পালিত 

 

মেহেদী হাসান, বিশেষ প্রতিনিধি :

গাজাীপুর মহানগর কাশিমপুর থানাধীন ২ নং ওয়ার্ড লতিফপুর এলাকায় বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাজী নুরুল ইসলাম। সম্মানীত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবে খোদা, সভাপতিত্ব করেন মনির হোসেন মন্ডল
আওয়ামীলীগ নেতা ২ নং ওয়ার্ড। সঞ্চালনায় ছিলেন কাবুল হোসেন মাষ্টার যুবলীগের নেতা। সম্মানিত বিশেষ অতিথি কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবে খোদা বলেন, আজ শোকাবহ ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস। বাঙালি জাতির শোকের দিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী। জাতির জনককে সপরিবারে নির্মম-নিষ্ঠুরভাবে হত্যার ৪৫ বছর। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাতে রাজধানী ঢাকায় সংঘটিত হয়েছিল ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। এদিন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বাঙালির মহানায়ককে হত্যা করেছিল ক্ষমতালোভী নরপিশাচ কুচক্রী মহল।বাঙালির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরঞ্জীব, তার চেতনা অবিনশ্বর। মুজিব আদর্শে শানিত বাংলার আকাশ-বাতাস, জল-সমতল। প্রজন্ম থেকে প্রজন্মের কাছে শেখ মুজিবুর রহমানের
অবিনাশী চেতনা ও আদর্শ চির প্রবহমান থাকবে। জাতির পিতা
চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে। বঙ্গবন্ধু বাংলাদেশের জনগণের মুক্তির যে স্বপ্ন দেখেছিলেন, তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যকে জয় করে বিশ্বসভায় একটি উন্নয়নশীল, মর্যাদাবান জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ। সারা বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বাঙালি জাতি কৃতজ্ঞচিত্তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ পালন করছে।প্রতিবছরের এই দিনের মতো আজও যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাতবার্ষিকী পালনের জন্য সরকারি ও বেসরকারিভাবে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সর্বস্তরের জনগন। দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ