আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

কেসিসি ২নং ওয়ার্ডে জাতীয় শোক দিবস পালিত

 

খুলনা ব্যুরো প্রধান জিয়াউল ইসলামঃ

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস শনিবার খুলনা খানজাহান আলী থানাধীন কেসিসি ২নং ওয়ার্ডে যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল ৭.১৫ মিনিটে কর্মসূচী অনুযায়ী শোক দিবসের কালোব্যাচ পরিধান করা হয় এবং ৭.৩০ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করার মধ্যে দিয়ে সারাদিনব্যাপি কেসিসি ২নং ওয়ার্ডে কুরআন তেলওয়াত ও বঙ্গবন্ধুর ভাষন প্রচার করা হয়। আছর বাদ কেসিসি ২নং ওয়ার্ডে ২২ টি মসজিদে বঙ্গবন্ধু ও তার পরিবারের শাহাদাৎ বরন কারী শহীদদের জন্য দোয়া করা হয় এবং একটি মন্দিরে বিশেষভাবে প্রর্থনা শেষে সকল মসজিদে ও একটি উপসানলায়ে তাবারক বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা মহানগর সাবেক সহসভাপতি বেগ লিয়াকত আলী, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান, কেসিসি ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহাবউদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক এস এম মনিরুজ্জামান মুকুল, মহিলা সম্পাদিকা নাহিদা সুলতানা মিমি, খানজাহান আলী থানা সহ সভাপতি মাষ্টার মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোল্লা মজিবর রহমান, থানা আওয়ামী লীগ নেতা মাষ্টার শাহজাহান হাওলাদার, জাতীয় শ্রমিক লীগ যুগ্ম সাধারন সম্পাদক মোঃ লিয়াকত মুন্সি, থানা শ্রমিক লীগ সভাপতি মোঃ কাঞ্জন, মোঃ কোরবান আলী, মোঃ আবু নাঈম প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ