আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

কমলগঞ্জ পৌরসভায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন

 

বিকাশ সিলেট প্রতিনিধি:

বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে আজ শনিবার (১৫ আগস্ট) মৌলভীবাজারের কমলগঞ্জ
পৌরসভায় পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম
শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ ।

বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর
প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন, পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের ২৫০ জন
প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ খাদ্যসামগ্রী বিতরণ,
বঙ্গবন্ধু পরিবারের আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় পৌর এলাকার ৪২টি
মসজিদে দোয়া ও ২০টি মন্দিরে বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা এবং দুপুর
আড়াইটায় পৌর মিলনায়তনে মেয়র মোঃ জুয়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত
আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ
সম্পাদক এড. এস,এম, আজাদুর রহমান আজাদ।
সাইফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন বিআরডিবির
সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা
আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা
জয়নাল আবেদীন ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সম্পাদক সাকের আলী সজীব।
আলোচনা সভা শেষে পৌর এলাকার ৪২টি মসজিদ, ২০টি মন্দির ও সকল শিক্ষা
প্রতিষ্ঠানে ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ