আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

ভালুকায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

 

মোঃমিজানুর রহমান বাহার ভালুকা উপজেলা ময়মনসিংহ প্রতিনিধি:

ভালুকা উপজেলা প্রসাশনের আয়োজনে দিনভর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ মনিরা সুলতানা মনি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, ভালুকা পৌর মেযর ডা. এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা সহকারী কমিশনার ভূমি রোমেন শর্মা, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মাইন উদ্দিন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আলহাজ্ব এড. শওকত আলী প্রমুভ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক ওমর হায়াৎ খান নঈম, দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, উপজেলা যুবলীগ সভাপতি আলহাজ্ব আনিছুর রহমান খান রিপন, সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক জাকির হোসেন শিবলী, শ্রমীকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা কৃষকলীগ সভাপতি আহসান হাবিব মোহন, সাধারন সম্পাদক আতিকুল ইসলাম জাকারিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি মনিরুজ্জামান মামুন, সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজিব প্রমুখ।উপজেলা আ’লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগীতা বিজয়ীদের মাঝে পুরস্কার ও বেকার যুবক-যুবতীদের মাঝে চেক বিতরন করা হয়। পরে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রূহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া করা হয়েছে। এর আগে উপজেলা পরিষদ চত্তরে অস্থায়ী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ