আজ ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৪ ইং

করোনাভাইরাস ঝুঁকিতে চীনে আটকা ফেনীর শান্ত

আলাউদ্দিন সবুজ.ফেনী জেলা প্রতিনিধি

 

করোনাভাইরাসে আতঙ্কের মধ্যে চীনের হুবাই রাজ্যে ইউনিভার্সিটির হলে আটকা পড়েছে সিয়াম উন মোরসালিন শান্ত। তার গ্রামের বাড়ি ফেনী শহরের পূর্ব মধুপুর এলাকায়।
পরিবার সূত্র জানায়, ২০১৬ সালে স্কলারশিপের মাধ্যমে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য চীনের হুবাই রাজ্যে গিয়েছিল শান্ত। সেখানকার ইছাং সিটিতে চায়না থ্রি গরজেস ইউনিভার্সিটিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছে। হুবাই থেকে দেশটির ১৮৬ কিলোমিটার দূরে উহাং রাজ্যে করোনা ভাইরাস সংক্রমন ছড়িয়ে পড়ে। এটি ভয়াবহ আকার ধারণ করে। এরপর ওই রাজ্যের সাথে অন্য সকল রাজ্যের যোগাযোগ বিচ্ছিন্ন ‘লকডাউন’ করা হয়। এতে করে ইউনিভার্সিটির আবাসিক হলে প্রায় ২২দিন ধরে বন্ধি দশায় সময় পার করছে শান্ত। চলতি বছরের জুলাই মাসে তার দেশে ফেরার কথা রয়েছে। সুন্দর ও সুস্থভাবে পড়াশোনা শেষ করে দেশে ফিরতে ছেলের জন্য সবার দোয়া কামনা করেছেন তার বাবা শহীদ উল্লাহ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ