আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের নিহত কিশোর এর দাফন সম্পন্ন 

 

খুলনা ব্যুরো প্রধান জিয়াউল ইসলামঃ

যশোরের পোলেরহাটস্থ শিশু উন্নয়ন কেন্দ্রে নিহত দৌলতপুর মহেশ্বরপাশা পশ্চিম পাড়ার খুলনা বিভাগের ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক রোকা মিয়ার ছেলে পারভেজ হাসান রাব্বি (১৮) এর লাশ মানিকতলা মহাসড়কে রেখে রাস্তা ব্যারিকেড দেয়, এবং যান চলাচল প্রায় ১ ঘণ্টা বন্ধ থাকে, পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছানোর পর রাস্তায় ব্যারিকেড তুলে নেয়। নিহতের জানাজা মানিকতলা মসজিদ এর সামনে অনুষ্ঠিত হয় সকাল ১০টা ৪০ মিনিটে। জানাজা পরিচালনা করেন মসজিদের খতিব ইমরান বিন হুসাইন, পরে মহেশ্বরপাশা সারা ডাঙ্গা মাঠ গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। ঘটনাস্থলে উপস্থিত হন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) কানাইলাল সরকার, দৌলতপুর (জোন) সহকারী পুলিশ কমিশনার বায়েজিদ ইবনে আজাদ, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মোশারেফ হোসেন, এসআই আলমগীর হোসেন, এসআই আব্দুল হালিম এর সঙ্গীয় ফোর্স নিয়ে মানিকতলায় উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, কার্যকারী সভাপতি হালিম হাওলাদার, নিহতের পিতা, প্রচার সম্পাদক রোকা মিয়া, মানিকতলা বাজার বণিক সমিতির সভাপতি লুৎফর ভূঁইয়া, সাধারণ সম্পাদক সুলতান হাওলাদার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ