আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ ইং

সাভারে আ.লীগ নেতার বিচার দাবী শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক

 

সাভারে স্কুল শিক্ষকদের মারধরের ঘটনায় শিক্ষক মহলে চাপা ক্ষোপ বিরাজ করছে। এতে সেই আ.লীগ নেতার বিচার দাবী করেছেন সাভার উপজেলা শিক্ষক সমিতি।

রোববার (১৬ ফেব্রুয়ারি) মুশুরীখোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরাসহ সংগঠনটি এ দাবি জানিয়েছে।

এর আগে, গত ৬ ফেব্রুয়ারী ভাকুর্তা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল মিয়া মুশুরীখোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষককে স্কুল চলাকালীন সময়ে মারধর করে।

মুশুরীখোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন বলেন, দুই শিক্ষককে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তুচ্ছ ঘটনায় চর থাপ্পড় মারে। এটা তিনি অন্যায় কাজ করেছ।

তিনি আরও বলেন, দুই শিক্ষক চা খেতে স্কুলের বাহিরে যাওয়ার কারনে বিল্লাল হোসেন ক্ষিপ হয়ে এ ঘটনা ঘটনায়।

সাভার উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জহিরুল হক জানায়, কোন অবস্থায় শিক্ষকের গায়ে হাত দেওয়া কাম্য নয়। যদি শিক্ষকরা কোন ভুল ত্রুুটি করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে তিনি অভিযোগ দিতে পারতেন শিক্ষা কর্মকর্তা অথবা নির্বাহী কর্মকর্তা বরাবর। শিক্ষকদের সামান্য আত্নস্মান ছাড়া আর কি বা রয়েছে। তিনি মারধরের ঘটনায় শিক্ষক সমিতির পক্ষ থেকে নিন্দা ও বিচার দাবী করেন।

সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল মিয়ার কাছে শিক্ষকদের মারধরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন মারধরের কোন ঘটনা ঘটে নাই। মিথ্যা কথা বলছে শিক্ষকরা।
ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহ বেপারী বলেন তিনি এই বিষয়ে কিছুই জানেন না। তিনি যেনে বলতে পারবেন।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান বরাবর মুশুরীখোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষক মারধররের বিচার চেয়ে লিখিত অভিযোগ জমা দেয় গত ১৩ ফেব্রুয়ারী।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা জানায় তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ