আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

ফুলবাড়িয়ায় অবহেলায়, অযত্নে শহীদ মিনারের বেহাল দশা

 

রাকিবুল হাসান, ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয় স্কুলটি। এই স্কুলের মূল ভবনের সামনে দাড়িয়ে আছে একটি শহীদ মিনার। নিয়মিত পরিচর্যা ও সংস্করণের অভাবে এটির এখন বেহাল দশা।
বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ৯নং এনায়েতপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃপাপ্পু হাসান জয় জানান, নিয়মিত পরিচর্যা ও সংস্করণের অভাবে শহীদ মিনারটির অবস্থা এখন খুব খারাপ। স্কুলের একজন সাবেক শিক্ষার্থী হিসেবে এটির সংস্করণেরও দাবি জানিয়েছেন তিনি।
ভাষার মাসেই কি শুধু শহীদ মিনারের কদর?না এমনটা নয়।সারাবছরই আমাদের উচিৎ ভাষা শহীদদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা।কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি, অতিদ্রুত যেন শহীদ মিনারটির সংস্করণ করা হয়।এবং শুধু ভাষের মাসে কিংবা ২১ই ফেব্রুয়ারিতে নয় সারা বছরই যেন পরিচর্যা করা হয় ভাষা শহীদের সম্মানে গড়া শহীদ মিনারের।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ