খান ইমরান : বরিশাল প্রতিনিধি
মানুষের সেবা করাই সবচেয়ে উত্তম আর গরিবের পাশে দাঁড়ানো উত্তম মানুষের কাজ। তারই দৃষ্টান্ত হিসেবে আলমাস হোসেন বিভিন্ন সময়ে সামাজিক উন্নয়ন মূলক কাজ করে আসছে। সত্য প্রকাশে তিনি এক অকুতোভয় সাংবাদিক হিসেবে বেশ পরিচিতি লাভ করছে। তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি এবং সমাজে গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানো তার একমাত্র কাজ। স্বাধীন সংবাদ পত্রিকার ঢাকা জেলার প্রতিনিধি হিসেবে বর্তমানে কর্মরত আছেন । গতকাল শুক্রবার ১৪ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে আব্দুল করিম নামের এক অসহায় ব্যক্তিকে একটি রিক্সা কিনে দিয়ে তার প্রমাণ দিয়েছে । তিনি এর পূর্বেও বিভিন্ন গরীব অসহায় লোককে সাহায্য সহযোগিতা করে আসছে বলে জানা গেছে । এব্যাপারে সিনিয়র সাংবাদিক আলমাস হোসেন জানান, কিছুদিন পূর্বে আমি নবী নগর থেকে মোটরসাইকেল আসতে ছিলাম তখন দেখলাম ঘোড়ার গাড়ি চালিয়ে এ অসহায় যাচ্ছি হটাৎ একটি গাড়ি সাথে ধাক্কা লাগে সেই গাড়ি চালক গাড়ি নেমে মারতে আসলে আমি তাকে বাধা দেই এবং গাড়ির মালিককে বুঝিয়ে বলি । পরে অসহায় লোকটিকে আমার নাম্বার দিয়ে আসি এবং খোঁজ খবর নিয়ে জানতে পারি লোকটি আসলেই অনেক গরিব । তাই আমার পক্ষ থেকে গত কাল একটি রিকশা কিনে দিয়েছে । এ নিয়ে আবদুল করিম বলেন, সাংবাদিক আলমাস হোসেনের মত যদি সমাজের বৃত্তবানে এগিয়ে আসত তাহলে আমাদের মত গরিব মানুষের আর না খেয়ে থাকতে হত না । বর্তমান সমাজে এই সাংবাদিকদের মত লোক খুবই প্রয়োজন বলেও তিনি আরো জানান ।