আজ ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই নভেম্বর, ২০২৪ ইং

গাইবান্ধায় দিনব্যাপী যুব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাইবান্ধা জেলা প্রতিনিধি : আশরাাফুল ইসলাম 

 

 

গাইবান্ধা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে উত্তরবঙ্গের সাত জেলার বেকার যুব ও যুব মহিলার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে দ্বিতীয় প্রকল্পের আওতায় আজ শনিবার দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: আবদুল মতিন বলেন, যুব সমাজ দেশের একটা বড় সম্পদ। এজন্য দেশের উন্নয়নে তাদেরকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে মানবসম্পদে পরিণত করতে হবে। সরকার বিভিন্ন উদ্যোগের মাধ্যমে অর্থনৈতিক ভাবে তাদেরকে সম্পৃক্ত করে যুব শক্তিকে স্বাবলম্বী করে তুলতে পদক্ষেপ নিয়েছে। তিনি আরো বলেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ন্যাশনাল সার্ভিসের মাধ্যমে যুব সমাজের বেকারত্ব দুরীকরণে উলেখযোগ্য অবদান রেখেছেন। এর ফলে যুব সমাজের কর্ম সংস্থানের সুযোগ তৈরী হয়েছে।

উপ-পরিচালক তোফায়েল আহমেদ খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- উত্তরবঙ্গ যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প পরিচালক মো: আব্দুর রেজ্জাক, সহকারি প্রকল্প পরিচালক আব্দুর রউফ শাহ, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের কো-অর্ডিনেটর এমএ খালেদ সহ অন্যান্য কর্মকর্তাগন। এই কর্মশালায় ৭ উপজেলার ১শ জন অংশ নেয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ