আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

দীর্ঘ ছুটিতে মানসিক চাপে বেরোবির হাজার

 

বেরোবি প্রতিনিধি :

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকারী নির্দেশনা মোতাবেক গত ১৮ই মার্চ থেকে বন্ধ রয়েছে রংপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি)।এরপর থেকেই বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের পাশাপাশি ক্যাম্পাস সংলগ্ন পার্কের মোড়,চক বাজার,সর্দারপাড়া ও লালবাগের ছাত্রাবাসগুলো।ফলশ্রুতিতে অনেকটা বাধ্য হয়েই প্রাণবন্ত ক্যাম্পাস ছেড়ে বাড়িতে অবস্থান করতে হয়েছে হাজারো বেরোবিয়ানদের।বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলে জানা গেছে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের প্রাণবন্ত ক্যাম্পাসটিকে আবারো চেনা রূপে ফিরে পেতে।এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী বিল্লাল হোসেন বলেন,দীর্ঘদিন থেকে ভার্সিটি বন্ধ থাকায় আমার স্বাভাবিক জীবন স্থবির হয়ে পড়েছে,পড়াশোনার বিঘ্ন ঘটার পাশাপাশি অনেকটা মানসিক চাপে আছি।এদিকে একাউন্টিং, ম্যানেজমেন্ট,বাংলা,ইংরেজী সহ আরো বেশ কয়েকটি বিভাগের শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, ক্যাম্পাস দীর্ঘ ছুটিতে থাকায় তারা টিউশন হারিয়ে বাড়িতে অসহায় জীবনযাপন করছে।মূলত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ছাত্রাবাসে পড়াশোনা করে অভ্যস্ত এসব শিক্ষার্থীরা বাড়িতে পড়াশোনার স্বাভাবিক গতি হারিয়ে ফেলেছে।তাই সবার চাওয়া দ্রুত করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে সমগ্র বিশ্ব আবারো চেনা রূপে ফিরে আসুক।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ