আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

বঙ্গবন্ধুকে নিয়ে লেখা সরকারি এমএম কলেজ ছাত্রলীগ কর্মীর কবিতা

 

জাতির পিতা

বিএম সুজন হুসাইন

তুমি হেঁটে এসেছিলে এই নদী,খাল,বিল আর
আলপথ বেয়ে হাজার বছর ধরে।
তুমি এসেছিলে জ্বলন্ত মশাল হাতে আলো বিলাতে বিলাতে,
এসেছিলে তুমি চারিদিক জল থই থই নিভৃত পল্লী থেকে।
সাথে এনেছিলে সমস্ত প্রতিকূলতা পিছে রেখে ছুটে চলা নূহের নৌকা
যেখানে তুলেছিলে দিশাহীন বাঙালি ও গোটা বাংলা।
তাঁদের নিয়েই পাড়ি দিয়েছিলে রক্তাক্ত সমুদ্র,
নির্যাতিত,নিপীড়িত,দিশাহীন বাঙালির চোখে এনেছিলে রঙিন স্বপ্ন।
দেখিয়েছিলে তাঁদের আলোকিত ভবিষ্যৎ,
দেখিয়েছিলে আলো ঝলমলে মসৃণ পথ।

সেই পথ,
যে পথ বাঙালিকে নিয়ে চলেছে আজও যুগ থেকে যুগান্তরে।
যে পথ এনে দিয়েছে মুক্তি,
যে পথ যুগিয়েছ সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তি।
যে পথ তোমারই পদ চারণে ছিল মুখর,
সেই পথ বেয়েই তুমি প্রস্থান করলে লোকান্তরে
স্থান করে নিলে বাঙালির প্রাণে প্রাণে।

তুমিই বাঙালির মুক্তিদাতা,
রক্ত খেকো হায়েনার হাত থেকে ছিনিয়ে আনলে
বাংলা ও বাঙালির রক্তে ভেজা স্বাধীনতা,
মুজিব,তুমিই বাঙালির জাতির পিতা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ