আজ ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৩শে মার্চ, ২০২৩ ইং

কুড়িগ্রামে বজ্রপাতে যুবকের মৃত্যু

 

মাহে আলম, রাজিবপুর, কুড়িগ্রাম,প্রতিনিধি:

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় সদর ইউনিয়নের জাউনিয়ার চর মিয়া পাড়া গ্রামের মোঃসেলিম মাষ্টারের ছেলে শাহ মোঃরিফাত মিয়া(১৮)বজ্রপাতে নিহত হন।ঘটনাসুত্রে জানাতে পারা যায় (১১.০৮.২০২০)সন্ধ্যায় বন্ধুদের সাথে শখের বসে হিজল তলার বিলে মাছ ধরতে যায় রিফাত।বজ্রপাত হলে রিফাত আহত হয়।আহত অবস্থায় তাকে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।এ ঘটনায় জাউনিয়ার চর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রিফাত মিয়ার অকাল মৃত্যুতে চর রাজিবপুর উপজেলা চেয়ারম্যান জনাব মোঃআকবর হোসেন (হিরো) গভীর শোক প্রকাশ করেছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ