আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

মাস্ক নাই, সেবা নাই লেখা সংবলিত ব্যানার বিতরণ

 

শেরপুর প্রতিনিধিঃ

করোনা সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসন শেরপুর স্বাস্থ্যবিধি নিশ্চিতকল্পে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময়ের সাথে কোভিড প্রতিরোধে মানুষের সচেতনতা যেন কমে না যায় সে জন্য মানুষকে সতর্ক ও সচেতন করার পাশাপাশি মাস্ক পরতে বাধ্য করার জন্য মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

তারই ধারাবাহিকতায় ১১ আগস্ট মঙ্গলবার জেলা প্রশাসক শেরপুর আনার কলি মাহবুব এর নির্দেশনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওয়ালীউল হাসান এর নেতৃত্বে জেলা প্রশাসন, শেরপুর এর একটি টিম কর্তৃক করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি নিশ্চিতকল্পে বিশেষ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে NO MASK, NO SERVICE ও মাস্ক নাই, সেবা নাই লেখা সংবলিত ব্যানার বিতরণ করা হয় এবং জনসাধারণকে মাস্ক ব্যবহারে সচেতন করা হয়।

এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি ভঙ্গের দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ