আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

সাভারবাসির অন্যরকম ভালবাসা দিবস

বিশেষ প্রতিবেদন   

 

ছবিঘর অন্যরকম ভালবাসা দিবস উপহার দিল সাভারবাসিকে। ছবিঘরের পক্ষ থেকে সাভার পৌর মেয়রকে আবেদন জানানো হয় যাতে তিনি সাভার পৌর সভায় হাইড্রলিক হর্ন নিষিদ্ধ ঘোষনা করেন।এর পক্ষে সাড়া দিয়ে মাননীয় মেয়র মোঃ আব্দুল গনি হাইড্রলিক হর্ন নিষিদ্ধ ঘোষনা করেন। তার ধারাবাহিকতায় আজ ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালবাসা দিবসে ছবিঘর অসংখ্য রিকশার হর্ন উচ্ছেদ করে এবং তাদের নতুন হর্ন প্রদান করে।
এই আয়োজনের উদ্ভোদন করেন সাভার অটোরিকশা মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ দ্বীন ইসলাম।
তিনি বলেন “ছবিঘর শব্দ দূষণ থেকে মুক্তির জন্য যে উদ্যোগটি তারা নিয়েছে তা অনেক প্রশংসনীয়।

রিকশা চালকদের সাথে কথা বলেও জানা যায় তারা এই কাজের পক্ষে।তারা জানায় যেটা ক্ষতিকর সেটা অবশ্যই পরিবর্তন করা দরকার।

যাত্রীরাও এই কাজের প্রশংসায় পঞ্চমুখ ছিল।

ছবিঘরের পক্ষ থেকে জানানো হয় তারা এই উদ্যোগ এগিয়ে নিয়ে যেতে চায় কিন্তু এর জন্য সবার সাহায্য দরকার, এর জন্য দরকার আর্থিক সহায়তা, মানুষের ইচ্ছা ও সচেতনতা।

সাভারবাসিকে অন্যরকম ভালবাসা দিবস উপহারের লক্ষেই ভালবাসা দিবসে এই কার্জক্রুমের শুরু করেন তারা।
উপহার স্বরুপ রিকশা চালকদের তারা একটি করে মাস্ক ও একটি করে গোলাপ দেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ