কাব্য
শহুরে জীবন, ব্যস্ত ভীষণ
গড়েছ এক মস্ত বাড়ি
কিনেছ এক বিলাসী গাড়ি
ছেলেও পড়ে নামকরা এক
ইংলিশ মিডিয়ামে
মনে কি পড়ে কত স্মৃতি আছে
ওই ছেলেবেলার গ্রামে!
এখন কি মনে আছে?
একটু সময় পেলে,
খুব আদরে রাখতে মাথা
যে ফুপুটির কোলে।
ফুপুর ছিলে মানিক রতন
চাচার ছিলে সাতরাজা ধন।
একটু আঘাত পেলেই যারা
রাখত বুকে টেনে,
এখন তাদের ভুলে গেছো
যান্ত্রিক শহুরে জীবনে!
ছেলেবেলায় যে বন্ধু ছিল
রোজ আসত তোমার কাছে,
এখন কি আর খোঁজ নেয়া হয়?
বন্ধু কেমন আছে!
বৃক্ষ যতই আপন মনে
উঠুক বেড়ে আলোর পানে
জেনে রেখো মনে মনে
শিকড় তোমার আছে পড়ে
মর্ত্যে তলে ওই ভুবনে!