আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

শমশেরনগরের কানিহাট চা বাগানে মানববন্ধন

 

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :

চাবাগানের বে- আইনি ১৩ ধারা প্রয়োগের প্রতিবাদে শুক্রবার কানিহাটি চা বাগানে পঞ্চায়েতের কমিটির আয়োজনে বিশাল মানব বন্ধন অনুষ্টিত হয়। মানব বন্ধনে দলই চা বাগানের চা শ্রমিকের সহায়তার জন্য প্রতিটি চা শ্রমিকের কাছ হতে ২০ টাকা কর্তন করার প্রস্হাব দিলে সর্বসম্মতি ক্রমে গৃহিত হয় এবং বাগান খোলার আগ পর্যন্ত ২০ টাকা কর্তন করে দলই চা শ্রমিককে সহায়তা প্রদান করা হবে।কানিহাটি চা বাগান এক নজির স্হাপন করল।এখানে উপস্হিত ছিলেন বাগান পঞ্চায়েত,বিজিত দলের পঞ্চায়েত,ইউ,পি সদস্য সিতারাম বীন,
সভাপতি প্রতাপ রিকিয়াসন অর্থ সম্পাদক শম্ভু রবিদাস,রামভজন রবিদাস তেলা মৃধা শ্যামসুন্দর সর্দার ছাত্র সন্তোষ রবিদাস, রনজিত বীন সুমন রবিদাস, রতিলাল রবিদাস,, সৌরভ বীন শিক্ষক রাহুল রবিদাস শমশের নগর বাগান পঞ্চায়েত সভাপতি নিপেন্দ্র বাউরী, সম্পাদক শ্রী কান্ত কানু গোপাল, সনৎ কৈরী, ,মনু দলই ভ্যালীর সম্পাদক নির্মল দাস পাইনকা সহ হাজার হাজার চা শ্রমিক,ছাত্র, ছাত্রী বৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ