আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

পবিত্র ঈদ-উল-আযহা এর ছুটি শেষে রবিবার খুলছে কুয়েট

খুলনা ব্যুরো প্রধান জিয়াউল ইসলাম :

পবিত্র ঈদ-উল-আযহা এর ছুটি শেষে ০৯ আগস্ট রবিবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) খুলছে। রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম শুরু হবে। উল্লেখ্য, গত ২৮ জুলাই থেকে ০৬ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে কুয়েট এর দাপ্তরিক কার্যক্রম বন্ধ ছিলো। পরবর্তীতে ০৭ ও ০৮ আগস্ট যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি শেষে ০৯ আগস্ট রবিবার থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যবিধি নির্দেশিকা ও অত্র বিশ্বিবিদ্যালয়ের জারীকৃত “স্বাস্থ্য বিধি সংক্রান্ত নির্দেশনা (সংশোধিত)” কঠোরভাবে অনুসরণ করে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম শুরু হবে।
এছাড়া, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক আগামী ৩১ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ থাকবে। তবে বিশ্বিবিদ্যালয়ের অনলাইন শিক্ষা কার্যক্রম চালু থাকবে। শিক্ষার্থীগণ যেন নিজ নিজ বাসস্থানে অবস্থান করে তা নিশ্চিত করার জন্য অভিভাবকগণকে বিশ্বিবিদ্যালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ