আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

রায়পুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কৃষকের ঘর ভাংচুর-আগুন

 

মোঃ হৃদয় হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১নংউত্তর চর আবাবিল ইউনিয়নে আবাবিল গ্রামের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কৃষকের স্ত্রী ও পুত্রবধূকে মারধর করার ঘটনায় থানায় অভিযোগ করা হয়। এ ঘটনায় একই এলাকার রাকিবসহ ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন কৃষক গিয়াস উদ্দিন মোল্লা।

এতে ক্ষিপ্ত হয়ে উঠে রকি ও তার অনুসারীরা। এর জের ধরে শুক্রবার সকালে রকি দলবল নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গিয়াস উদ্দিন মোল্লার বসতঘরে হামলা চালায়। এসময় ঘরের বেড়ার টিন কোপানো হয়। হামলাকারীরা গিয়াস উদ্দিনের রান্না ঘরটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
গিয়াস উদ্দিন মোল্লা বলেন, আমি থানায় অভিযোগ করায় রকিদের রোশানলে পড়েছি। তারা পরিকল্পিতভাবে আমার ঘরে হামলা চালিয়ে ক্ষয়ক্ষতি করেছে। এখন আমাদের উল্টো হয়রানি করছে।

এ ব্যাপারে হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ