গাইবান্ধা জেলা প্রতিনিধি : আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং – ৪৯৪ এর ত্রি বার্ষিক নির্বাচনে সভাপতি পদপ্রার্থী আবু তাহের মুন্সি অত্র শ্রমিক সংগঠনের প্রধান কার্যালয়ে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিল করেন।
আজ ১৩ ফেব্রয়ারী বৃহস্পতিবার সকালে প্রধান নির্বাচন কমিশনার বাদশা প্রধানের হাতে মনোনয়নপত্র দাখিল করেন আবু তাহের মুন্সি। এসময় অত্র সংগঠনের সাধারণ শ্রমিকবৃন্দ ও নির্বাচন পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
আবু তাহের মুন্সি বটগাছ মার্কা নিয়ে বিগত সময়ে নির্বাচন প্রতিদ্বন্দিতা করেন। তিনি সংগঠনটির সভাপতি হিসাবে বিগত সময়ে দায়িত্ব পালন করেন। এবারে নির্বাচনে তার মনোনীত প্রতিক বটগাছ মার্কা।
উলেখ্য,গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি বার্ষিক নির্বাচনে মোট ভোটার ১৩২৪ জন। আগামী ২৯ ফেব্রয়ারী পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে দিনব্যাপী ভোট গ্রহন করা হবে।