আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

বন্যার পানিতে প্লাবিত শায়েস্তাবাদ ইউনিয়নের রাস্তাঘাট ঘড়বাড়ি 

 

আসাদুজ্জামান রিপন :

উত্তরাঞ্চল দিয়ে আসা বন্যার ঢল ও নদী-সাগরের উচু জোয়ারের ফলে প্লাবিত হয়েছে বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের বাড়িঘর-রাস্তাঘাট। বেরিবাঁধ ও সড়ক ভেঙে প্রবল গতিতে পানি প্রবেশ করছে ইউনিয়নে। এতে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে বাসিন্দারা। জানা যায়, পানি বৃদ্ধির ফলে শায়েস্তাবাদ ইউনিয়নের রামকাঠী পানবাড়িয়া চুড়ামন হায়াৎসার পিতাম্বারকাঠী রাজাপুর হবিনগর রঘুনাথপুরসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা কবির জানান, আমনে ধানের বীজসহ সমস্ত ফসলি জমির ফসল এখন পানির নিচে চলে গেছে। বাড়িঘর তলিয়ে গেছে। খুবই শোচনীয় অবস্থার মধ্যদিয়ে তাদের দিন কাটছে। শায়েস্তাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান মুন্না জানান, পানির চাপে সড়ক-বেরিবাঁধ ভেঙে প্রবল বেগে পানি ঢুকছে। ক্ষতিগ্রস্তদের জন্য ইউনিয়নের সব সাইক্লোন সেন্টার খুলে দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের পক্ষ হতে বন্যাকবলিত মানুষদের আশ্রয় কেন্দ্র যাওয়ার জন্য প্রচারণা চালানো হয়েছে। পানি বৃদ্ধির ফলে বিভিন্ন ধরনের ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। এর পরিমাণ আরো বাড়তে পারে।

এছাড়াও উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্রুত সহায়তা কার্যকরী সহায়তা দরকার। নয়তো সম্পদের ক্ষয়ক্ষতির পাশাপাশি এই অঞ্চলে পানিবাহিত রোগের প্রকোপ বৃদ্ধি পেতে পারে। এতে চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়বে বাসিন্দারা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ