আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

গাজীপুরের শ্রীপুরে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মনিরুল ইসলাম, শ্রীপুর প্রতিনিধিঃ

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ পালনের লক্ষ্যে গাজীপুরের শ্রীপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ আগষ্ট বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলা পরিষদের ক্ষনিকা সভাকক্ষে শহীদদের স্মরণে ১মিনিট নিরবতা পালনের মাধ্যমে শুরু হয় সভার আনুষ্ঠানিকতা। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহিদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী সম্পর্কে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সামছুল আরেফীন সভাপতিত্বে সভায় বিশেষ বক্তব্য প্রদান করেন , উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.সামসুল আলম প্রধান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারাজানা নাসরীন,মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম, শ্রীপুর থানার ওসি অপারেশন গোলাম সারোয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহিতুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী তদবীরুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাবউদ্দিন, লুৎফুন্নাহার মেজবাহ, শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুলতানা এলিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হামিদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা, উপজেলা আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহানারা বেগম, শ্রীপুর রেঞ্জের সদর বিট কর্মকর্তা সজিব মজুমদার প্রমূখ।

এসময় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আলোচনা করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ