ইমাম বিমান, ঝালকাঠি থেকে :
‘‘তরুনদের হাতে গড়বো দেশ, আমার সোনার বাংলাদেশ’’ এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ইয়ুথ এ্যাকশন সোসাইটি। ঝালকাঠিতে সমাজিক উন্নয়নের লক্ষ্যে যুব সমাজের একঝাঁক তরুন তরুনী নিয়ে গড়া ইয়ুথ এ্যাকশন সোসাইটির উদ্যোগে ১২ ফেব্রুয়ারী বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ জোহর আলী উপস্থিত থেকে ২৫ সুবিধা বঞ্চিতদের মাঝে কম্বল বিতরন করেন।
সংগঠনের সভাপতি সাকিল হাওলাদার রনির সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এন.ডি.সি আহাম্মেদ হাসান, সংগঠনের সহ-সভাপতি আবির হোসেন রানা ও গোলাম রাব্বি খান, সাধারন সম্পাদক মোঃ মাহিদুল ইসলাম ও যুগ্ন-সাধারণ সম্পাদক ইয়াসিন তালুকদার আকাশ, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন রানা, অর্থ সম্পাদক তরিকুল ইসলাম শুভ, সাংস্কৃতিক সম্পাদক কানিজ ফাতেমা, প্রচার সম্পাদক রবিন চন্দ্র, দপ্তর সম্পাদক ফেরদৌস কবির অভিক ,ক্রীড়া সম্পাদক রাহাত মুন্সি, তথ্য প্রযুক্তি সম্পাদক আতিকুর রহমান আতিক, ত্রান ও দূর্যোগ সম্পাদক মোঃ আতিকুর রহমান, আপ্যায়ন সম্পাদক মোঃ হিজবুল্লাহ, সদস্য, মুন আক্তার, নিঝুম, সিয়াম, রায়হান প্রমুখ।