আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

লেবাননে ভয়াবহ বিস্ফোরন

 

ডেক্স রিপোর্ট : 

লেবাননের রাজধানী বৈরুতে বিশাল ভয়াবহ বিস্ফোরনে পুরো শহর বিধ্বস্ত|
গতকাল শহরটির এই ভয়ানক দূর্ঘটনার ভিডিও ফুটেজ সোশাল মিডিয়াতে ছড়িয়ে পরে, ভিডিও ফুটেজে দেখা যায়, প্রথমে ঘটনাস্থলে বিস্ফোরন হয় তার কিছুক্ষন পরেই বড় ধোয়ায় আশেপাশের সবকিছু ঢেকে যায়| সেখানে বসবাসরত মানুষ জানায়, বিস্ফোরনের আওয়াজ অনেক বেশি তিব্র ছিলো| বিস্ফোরনের সাথে সাথেই বিধ্বস্ত হয়ে যায় সেখানের ঘর- বাড়ি,গাড়ি,অফিস-আদালত|
লেবাননের নিরাপত্তা বিষয়ক প্রধান জানায়, অনেক বেশি বিস্ফোরক রাসায়নিক পদার্থ গুদামে রাখায় সেখান থেকে এই দূর্ঘটনার উৎপত্তি|
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছে এবং ৭৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে| হাসপাতাল গুলোতে আহতদের জন্য স্থানের সংকট দেখা দিচ্ছে |
শহরটির সংবাদমাধ্যমের খবরে জানা যায়, এখনো অনেক মানুষ ধ্বংসস্তপের নিচে চাপা পরে আছে|

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ