আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

চৌগাছা নূর মোহাম্মদ অটিষ্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে উদ্ভাবক মিজানের বৃক্ষরোপণ ও বিতরণ

 

নয়ন সরদার,  শার্শা উপজেলা প্রতিনিধি : 

আজ ২ই আগষ্ট (রবিবার) ঈদ-উল আযহার দ্বিতীয় দিন চৌগাছা নূর মোহাম্মদ অটিষ্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বিতরণ করলেন দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান মিজান৷ যশোরের চৌগাছা উপজেলার ধূলিয়ানী ইউনিয়নের কুষ্টিয়া গ্রামের ১৩০জন প্রতিবন্ধীদের নিয়ে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ অটিষ্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে সুন্দর দৃষ্টিনন্দন পরিবেশের জন্য ফুলের চারা ফলের চারা বনজ চারা প্রায় দুইশত চারা বিতরণ করেন৷

এসময় মটর মেকানী দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান জানান,বাংলাদেশ জাতীয় সেচ্ছাসেবক সংগঠণের পক্ষ থেকে আমার এই চারা বিতরণ অব্যাহত থাকবে ৷ আমি এই পর্যন্ত অনেক গুলো এতিমখানায় শিক্ষা প্রতিষ্ঠানে চারা ও মাক্স বিতরণ করেছি৷ আজ আমি যে প্রতিষ্ঠানে এসেছি এটা একটি প্রতিবন্ধী স্কুল আমার খুব ভালো লেগেছে রান ডেভেলপমেন্ট সোসাইটি (আর-ডি এস) -সংগঠণের কাজ দেখে ৷ যারা সমাজের এই সকল প্রতিবন্ধীদের নিয়ে এত সুন্দর একটি প্রতিষ্ঠান করেছে ৷আমি সকলের দৃষ্টি আর্কষণ করবো এই প্রতিবন্ধী স্কুলে প্রতিবন্ধীদের যাতাযাত করতে যানবহনের ব্যবস্থা করা হয় ৷ এবং তাদের সু শিক্ষায় শিক্ষা দিতে যা কিছুর প্রয়োজন তারা যেন পায় ৷ এর জন্য প্রয়োজন হলে আমি সবসময় তাদের পাশে আছি৷

এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সেচ্ছাসেবক সংগঠণের একজন মানবতার মানুষ নাভারন গার্লস স্কলের পাশে বাদল নার্সারীর মালিক বাদল হোসেন,আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সেচ্ছাসেবক সংগঠণের চৌগাছার সদস্যবৃন্দ৷

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ