আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

নিশ্চিদ্র নিরাপত্তায় বান্দরবানে ঈদ জামাত অনুষ্ঠিত

হিরু  কান্তি দাশ, বান্দরবান প্রতিনিধি:
নিশ্চিদ্র নিরাপত্তায় বান্দরবানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। পুলিশ প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের কার্যক্রম ছিল চোখে পড়ার মতো। কোথাও কোন ভীড় লক্ষ্য করা যায়নি। সকলে স্বাস্থ্যবিধি মেনে ঈদ জামাতে অংশগ্রহণ করতে দেখো গেছে। করোনা ভাইরাস
 সংক্রামক থেকে নিরাপদে থাকতে সরকারী নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে বান্দরবানে পবিত্র ঈদুল আযহার ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৭ টা ৩০মিনিটে বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। পরে সকাল ৮টায় বান্দরবান বাজার শাহী জামে মসজিদ, জর্জ কোর্ট মসজিদ সহ জেলার বিভিন্ন মসজিদে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
এসময় ঈদের প্রথম জামাতে ইমামতি করেন বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন ইমামী।
এসময় ঈদের প্রথম জামাতে উপস্থিত থেকে নামাজ আদায় করেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শামীম হোসেন, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর সহ প্রমূখ।
নামাজ শেষে করোনা ভাইরাসের মহামারী থেকে রক্ষা পেতে এবং দেশ ও জাতির মঙ্গল কামনাও আল্লাহ্র সন্তুষ্টি লাভের আশায় মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ