নিজস্ব প্রতিবেদক
ঢাকার সাভারের আশুলিয়ায় চাকরী নিয়ে প্রতারণনার অভিযোগে মামুন চৌধুরী পলাশ
নামের এক এমএলএম প্রতারককে আটক করেছে পুলিশ। আটক পলাশের বিরুদ্ধে
আশুলিয়া থানায় প্রতারণার একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।
মঙ্গলবার (১১ফেব্রয়ারি) দুপুর ১টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার একটি অফিস থেকে তাকে
আটক করা হয়।
আটক পলাশ আশুলিয়ার দক্ষিণ গাজিরচট আড়িয়ারার মোড় এলাকার রুহুল আমিন এর
ছেলে। সে আশুলিয়ার গাজিরচট বগাবাড়ী এলাকায় এ এন্ড ট্রেড কর্পোরেশন লিঃ
নামের একটি এমএলএম কোম্পানী খুলে মানুষের সাথে প্রতারণার আশ্রয়
নিতো।
পুলিশ জানায়, মামুন চৌধুরী পলাশ র্দীঘদিন যাবৎ কিছু ইলেক্টোনিক্স পণ্য
বিক্রি ও বীমার কথা বলে সাধারণ মানুষের সাথে প্রতারণার ফাঁদ পেতে লাখ লাখ
টাকা হাতিয়ে নিচ্ছে। তার বিরুদ্ধে প্রতরণার শিকার হাবিবুর রহমান নামের এক
ভোক্তভোগী একটি অভিযোগ দায়ের করেছেন। এছাড়াও তার বিরুদ্ধে আগের মামলা
রয়েছে বলেও জানায় পুলিশ।
প্রতারণার স্বীকার রফিকুল ইসলাম বলেন, আমাকে চাকরী দিবে বলে ফরম বাবদ ৫৫০
টাকা নিয়েছে, পরে বীমার কথা বলে আরো ৭ হজার টাকা নেয়। সর্বমোট তারা ৭
হাজার ৫শত ৫০টাকা নিয়েছে। শুধু আমার নিকট হতে নয় এ রকম আরো ২০-২৫ এর
কাছ থেকে নিয়েছে বলে আমার জানা আছে।
আশুলিয়া থানার এসআই শামিউল জানান, প্রতারণার শিকার এক
ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। এছাড়াও আটক পলাশের
বিরুদ্ধে আগেরও একটি প্রতারণা মামলা রয়েছে। পুলিশ আরও জানায় এই চক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা।