আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বিলাইছড়ি উপজেলার ছাত্রলীগের বৃক্ষরোপণ ও ঈদ উপহার বিতরণ

 

শাহ আলম, রাঙ্গামাটি প্রতিনিধি :

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বিলাইছড়ি উপজেলার ২ নং কেংড়াছড়ি ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ৩০শে জুলাই বৃহস্পতিবার সকাল ১০:৩০ মিনিটে বৃক্ষচারা,মাস্ক ও গরীব অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। ২নং কেংড়াছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মিনহাজুল হক মুন্নার সভাপতিত্বে ও মোহাম্মদ আরাফাত,সাধারণ সম্পাদক ইউনিয়ন ছাত্রলীগের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সাহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃপান্নু মিয়া, বাবলু রানা, মনির হোসেন, মোহর আলী মেম্বার, মোঃ নজরুল ইসলাম সহ অত্র ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ। বঙ্গবন্ধুর সোনার বাংলা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নয়নশীল ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে যে স্বপ্ন তা বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। যার জন্ম না হলে হয়তো বাংলাদেশ নামটি বিশ্বের মানচিত্রে স্থান করে নিতে পারত না, যে বাংলার ঘরে ঘরে স্বাধীনতার বাণী পৌঁছে দিয়েছিলেন তিনি আর কেউ নন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ তার শতবার্ষিকী উদযাপন উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। তারই আলোকে ২নং কেংড়াছড়ি ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে আমরা সকলে এখানে উপস্থিত হতে পেরেছি বলে মন্তব্য করেন, উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি বিলাইছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে এস এম শাহিদুল ইসলাম বলেন, জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনা সততা নিষ্ঠার জন্যই আজ বাংলাদেশ বিশ্বের রোল মডেল। বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন সোনার বাংলা একদিন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে, আজ আমরা সেই দিকেই ধাবিত হচ্ছি। করোনা কালীন মহামারী রোধে সকলকে নিরাপদ দূরত্বে থেকে মাস্ক ব্যবহার করে এই মহামারী জয় করতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই আগামীতে আমরা দেশকে উন্নত দেশে পরিণত করব বলে তার বক্তব্য শেষ করেন। প্রধান অতিথির বক্তব্য শেষে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বস্ত্র মাস্ক ও জনসাধারণের মাঝে বৃক্ষচারা বিনামূল্যে বিতরণ করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ