আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

আজ আরাফাত দিবস

 

আব্দুর রহমান,  সৌদি আরব প্রতিনিধি : 

জিলহজ্জ মাসের ৯ম তারিখ হলো আরাফাত দিবস। এদিনকেই হজ্জের দিন বলা হয়। তবে পবিত্র কাবা ঘরকে কেন্দ্র করে জিলহজ্জ মাসের  তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত মক্কা শরীফ থেকে পূর্বদিকে  মাইল এলাকা জুড়ে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে যেসব হুকুম আহকাম বিধিবিধান পালন করা হয়সেটাই প্রধান হজ্জ। ৮ই জিলহজ্জ ইহরাম পরিধান অবস্থায় মিনা এসে  ওয়াক্ত নামায আদায় করে ৯ই জিলহজ্জ ভোরে লাববায়িকা আল্লাহুম্মা লাববায়িকলাববায়িকা লা শারীকা লাকা লাববায়িকইন্নাল হাম্দা ওয়ান্নিয়মাতা লাকা ওয়ালমুল্কলাশারীকা লাকা লাববায়িক– বলতে বলতে মিনা থেকে দূরে অবস্থিত আরাফাত ময়দানে এসে জোহরের সময় জোহর  আসরের নামায আদায় করে সূর্যাস্ত পর্যন্ত এখানে অবস্থান করতে হয়যেই অবস্থান ফরয। সূর্য অস্ত গেলে মাগরিবের নামায এখানে আদায় না করে মুযদালিফা এসে এশার  মাগরিবের নামায একসাথে আদায় করতে হয়। এখানে ফজরের নামায আদায় করে কিছুক্ষণ অপেক্ষা করে মিনার উদ্দেশে রওনা হতে হয়। মিনাতে এসে শয়তানকে ৭টি কংকর মেরে কুরবানী করার পর মাথা মুন্ডন করে গোসল করতে হয়। পবিত্র আরাফাতের দিন গুনাহ মাফ  জাহান্নাম থেকে মুক্তির দিন। হযরত আয়েশা (রাঃথেকে বর্ণিত হাদীসে আছেআরাফাতের দিন এত অধিক বান্দাকে আল্লাহ্ জাহান্নাম থেকে মুক্তি দেনযা অন্য কোনো দিন দেয়া হয় না। সেদিন তিনি বান্দার অত্যন্ত কাছাকাছি হয়ে যান। এবং ফেরেস্তাদের কাছে গর্ব করে বলেনআমার এসব বান্দা কি চায়?

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ