আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

বান্দরবানে ২ হাজার ফুট পাথর জব্দ  

হিরু কান্তি দাশ 
বান্দরবান সদর  প্রতিনিধি:
বান্দরবা‌নের রোয়াংছ‌ড়ি‌তে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে আনুমানিক ২ হাজার ফুট অবৈধ পাথর জব্দ করেছে। এসময় এক‌টি পাথর ভাঙার মেশিন ধ্বংস ক‌রে দেয়া হ‌য়ে‌ছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে রোয়াংছ‌ড়ির তুলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ঝি‌ড়ি থে‌কে বান্দরবা‌নের আশরাফ সওদাগর পাচারের উদ্দেশ্যে অবৈধ পাথর উত্তোলন কর‌ছে এমন সংবাদের ভিত্তিতে দুপুরে রোয়াংছ‌ড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল জা‌বেদ এর নেতৃত্বে একদল পুলিশ ঝি‌ড়ি থে‌কে অবৈধভা‌বে উত্তোলিত প্রায় ২ হাজার ফুট বোল্ডার পাথর ও কংকর জব্দ ক‌রে। এসময় পাথর ভাঙার এক‌টি মে‌শিনও ধ্বংস ক‌রে দেয়া হয়। এবিষ‌য়ে রোয়াংছ‌ড়ি উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা  ব‌লেন, দীর্ঘদিন ধ‌রে আশরাফ সওদাগর না‌মে এক পাথর ব্যবসায়ী ঝি‌ড়ি থে‌কে অবৈধভা‌বে পাথর উত্তোলন ক‌রে ভেঙে বিভিন্ন জায়গায় পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে তুলা পাড়া এলাকায় অভিযান চালা‌নো হয়। সেখা‌নে পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা আনুমানিক ২ হাজার ফুট পাথর জব্দ ও এক‌টি মেশিন ধ্বংস করা হ‌য়ে‌ছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ