আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

এমপি ইসরাফিলের মৃত্যুতে রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হলো তা অপূরণীয়

মোঃ ফিরোজ হোসাইন 
নওগাঁ প্রতিনিধি :
নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) রক্তাক্ত জনপদ ছিল, অশান্ত জনপদ ছিল, সর্বহারা ও সন্ত্রাসের অভয়ারণ্য ছিল, আত্রাই-রাণীনগর নওগাঁ-০৬ আসনে দুর্দিনে ঢাকা মহানগর শ্রমিক লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক ইসরাফিল আলম ঢাকা থেকে এসে অসহায়, নির্যাতিত, অত্যাচারিত, খেটে খাওয়া দিনমজুর, শ্রমজীবী পেশা মানুষের পাশে দাঁড়িয়ে আশ্বস্ত করে ইসরাফিল আলম
বলেছিলেন, আত্রাই রাণীনগর এর বর্তমান যে রক্তের হোলি খেলা, যে তান্ডব চলছে আমি যদি এমপি হতে পারি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যদি সরকার গঠন করতে পারে, আমি আপনাদের কথা দিচ্ছি সবকিছুকে মোকাবিলা করে আত্রাই রাণীনগরে রক্তাক্ত জনপদ কে শান্তির জনপদে পরিণত করবো।
তিনি এমপি হলেন এবং এমপি হবার পর যে ওয়াদা, যে প্রতিশ্রুতি নির্বাচনের পূর্বে দিয়েছিলেন, ইসরাফিল আলম এমপি হওয়ার পর তা অক্ষরে অক্ষরে পালন করে আত্রাই রাণীনগর বাসিকে রক্তাক্ত ও অশান্ত জনপদকে শান্তি ফিরিয়ে এনে দিয়েছিলেন।
সাংবাদিক ওমর ফারুক আরও বলেন, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) এর সফল সাবেক তিনবারের সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন এর বারবার নির্বাচিত সাবেক সভাপতি, নওগাঁ জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ইসরাফিল আলম এমপির মৃত্যুতে আত্রাই রাণীনগরে রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হলো তা অপূরণীয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ