আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

পুলিশ পলাশবাড়ীতে চুরি হওয়া মোবাইল দেড়মাসের মাথায় উদ্ধার করে

গাইবান্ধা জেলা প্রতিনিধি : আশরাফুল ইসলাম

চুরি হওয়ার দেড় মাস মাথায় অবশেষে দিনাজপুর থেকে মোবাইলটি উদ্ধার করেছে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা পুলিশ।গত ১০ জানুয়ারি পলাশবাড়ী পৌর শহরের হতে গাইবান্ধামুখী সড়কের তিন মাথা মোড় নামক এলাকায় “প্রান্ত অটো রিক্সা গ্যারেজ” থেকে একটি মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় মোবাইলটির মালিক নান্নু মন্ডল গত ১৮ জানুয়ারি চুরির পরিবর্তে মোবাইল হারানো উল্লেখ করে পলাশবাড়ী থানায় একটি সাধারন ডায়েরি (ডায়েরী নং ৬৮৭,তাং ১৮/০১/২০২০) করেন। এ সাধারন ডায়েরি তদন্ত কর্মকর্তা এসআই সঞ্জয় সাহা মোবাইলটির আইএমই নাম্বার দিয়ে প্রযুক্তির মাধ্যমে মোবাইল ব্যবহারকারী দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের ভেলামারী গ্রামের আবু সাইদের ছেলে আতোয়ার রহমানকে চিহ্নিত করেন। পরে দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানা পুলিশের সহায়তা নিয়ে উল্লেখিত ব্যক্তির নিকট হতে মোবাইলটি উদ্ধার করা হয়।

তার দেয়া তথ্যমতে সাংবাদিকরা পলাশবাড়ী উপজেলার বড় শিমুলতলা গ্রামের রহিম উদ্দিনের ছেলে মাসুদ রানাকে জিজ্ঞাসা করে। পরে তার দেয়া তথ্যমতে উদয় সাগর গ্রামের রহিম উদ্দিনের ছেলে মাদকসেবী মহাসিনকে চোর হিসেবে শনাক্ত করা হয়।শেষে মহাসিনের দেয়া তথ্য মোতাবেক একই গ্রামের বাদশা মিয়ার ছেলে মিজানুর রহমানকে আটক করা হলে সে মোবাইলটি চুরির কথা স্বীকার করে।

অভিযুক্ত চোরের বিরুদ্ধে কোন অভিযোগ দায়ের না করায় ১১ ফেব্রয়ারী মঙ্গলবার পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান ও চৌকস পুলিশ অফিসার এসআই সঞ্জয় সাহা মোবাইলের প্রকৃত মালিক নান্নু মন্ডলের হাতে মোবাইল ফোনটি তুলে দেন।

এদিকে,চুরি হওয়ার প্রায় দের মাস পর মোবাইল হাতে পেয়ে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান ও এসআই সঞ্জয় সাহার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ সহ পুলিশের সেবা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নান্নু মন্ডল। সে পৌর এলাকার গৃধারীপুর গ্রামের চকপাড়ার বাবলু মন্ডলের ছেলে।

পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান,বিগত সময়ের চাইতে বর্তমানে পুলিশ বাহিনী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দ্রুত সময়ে অনেক বিষয়ে সফলতা পেয়েছে। যে কোন ধরণের অপরাধ দমনে ও জনগনকে আইনি সেবা প্রদানে সর্বদা সোচ্চার রয়েছে থানা পুলিশ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ