আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

ঈদ কে সামনে রেখে অবৈধ গ্যাস সিন্ডিকেট বেপরোয়া

 

মেহেদী হাসান কাশিমপুর প্রতিনিধি :

মহামারী করোনা ভাইরাসের কারনে সারাবিশ্ব যখন আতংকিত বেড়েই চলছে মৃত্যুর মিছিল আক্রান্তের সংখ্যাও বাড়ছে দিন দিন। তার মধ্যেই চলছে অবৈধ গ্যাস-সংযোগ বাণিজ্য। অভিযোগ উঠেছে গাজীপুরের কাশিমপুর থানার ১ নং ওয়ার্ড ও ২ নং ওয়ার্ডের বটতলা মির্ধা পাড়া এলাকায় দীনবন্ধুর কলোনী সহ আশেপাশের এলাকায় মেতে উঠেছে এ গ্যাস সংযোগ বাণিজ্য। এক শ্রেণীর প্রভাবশালীর ছত্রছায়ায় এ গ্যাস সংযোগ দিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। দীনবন্ধুর কলোনির মালিক দিন বন্ধুর সাথে কথা বলে জানা যায় স্থানীয় প্রভাবশালী একটি চক্র মোটা অঙ্কের টাকার বিনিময়ে তার কলোনিতে অবৈধ গ্যাস সংযোগ দিয়েছে। সরেজমিনে দেখা যায় অত্যন্ত নিম্নমানের পাইপ দিয়ে এ অবৈধ গ্যাস সংযোগ দিয়েছে যেকোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এই অবৈধ গ্যাস সংযোগ চক্র প্রতিটি বাড়ি থেকে ২০-৩০ হাজার টাকার বিনিময়ে এ সংযোগ দিয়েছে। এতে লক্ষ লক্ষ টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। সাভার তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন কোম্পানির সাভার এরিয়া ম্যানেজার প্রকৌশলী মো:আবু মোহাম্মদ সায়েম মুঠোফোনে জানান অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান চলমান আছে এবং পরবর্তীতেও থাকবে অবৈধ গ্যাস সংযোগ কারী চক্রদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তী মুল হোতা দের নাম সহ প্রচার করা হবে চোখ রাখুন পরের পর্বে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ