আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

প্রথম হজযাত্রীরা মক্কায় পৌঁছেছেন

 

আব্দুর রহমান, সৌদি আরব থেকে :

”লাব্বাঈক আল্লাহুম্মা লাব্বাঈক, লাব্বাঈক, লা-শারীকা-লাকা লাব্বাঈক, ইন্নাল হামদা ওয়ান্ নি’মাতা লাকা ওয়াল-মুল্ক, লা শারীকালাক।”

৩০ জুলাই ২০২০ বৃহস্পতিবার পবিত্র হজ্জ (আরাফা দিবস) অনুষ্ঠিত হবে। আর ৩১ জুলাই শুক্রবার সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশসমূহে ঈদ উদযাপিত হবে

কোভিড -১৯ এর প্রাদুর্ভাবের জন্য প্রথম থেকেই সৌদি আরবে সব কিছু সীমাবদ্দ রেখেছে সেই সূত্রে এবারের হজ খুব সীমিত আকারে অনুষ্ঠিত হবে . এবার পবিত্র হজের খুতবা বাংলা ভাষায়ও প্রচারিত হবে

সৌদি আরবে বসবাসকারী বিভিন্ন দেশের অধিবাসী ও দেশটির নাগরিকদের সমন্বয়ে দশ হাজার মানুষ এবার হজপালন করবেন। এবারের হজে অংশ নেওয়া হজযাত্রীরা ৭ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকা শুরু করেছেন। এর মধ্য দিয়ে বলা চলে হজের আনুষ্ঠানিকতার প্রথম ধাপ শুরু হলো। সাতদিনের কোয়ারেন্টাইন শেষে ৩ জিলহজ মক্কায় এসে আরও ৪ দিনের কোয়ারেন্টাইন করবেন। এর পর ৮ জিলহজ বাদ ফজর রওয়ানা হবেন মিনায়। মিনাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় হজের মূল আনুষ্ঠানিকতা। ১২ জিলহজ পর্যন্ত, মিনা, মুজদালিফা, আরাফাতের ময়দান ও মক্কায় হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয়।
আপাতত মক্কার নির্দিষ্ট এলাকাসহ মিনা, মুজদালিফা ও আরাফাতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এসব স্থানে অনুমোদিত ব্যক্তি ছাড়া কেউ প্রবেশ করলে তাকে ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে। জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে(৯ জিলহজ) ৩০ জুলাই থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হবে, চলবে ৫ দিন। হজের কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এ ধরনের বিধিনিষেধ জারি থাকবে। কোভিড পরিস্থিতির কারণে হজযাত্রীদের মধ্যে যাতে ভাইরাস ছড়িয়ে না পড়ে সে জন্যে এ ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।সর্বাবস্থায় হজযাত্রীদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক।

২৬ জুলাই মদীনা, রিয়াদ, আভা, তাবুক ও জাজান থেকে পবিত্র মক্কা শহরে পৌঁছে যাচ্ছেন.এবারের সীমিত হজ আয়োজনে সৌদি আরব ছাড়া থাকছে ১৬০ দেশের

নাগরিকদের অংশগ্রহণ ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ