আজ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ ইং

ভালোবাসার সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

 

ত্রিসাতো বানশ্রি শাংমা :

শুরুঃ১জুলাই,২০১৭
প্রথম কলেজের অঙ্গনে যখন পা রাখলাম, তখন কিছুই ভালোলাগেনা। মনে হতো কেন এই কলেজে ভর্তি হলাম।আর যখন আস্তে আস্তে যখন বন্ধু বান্ধবীর চেনাজানা বাড়তে লাগলো তখন মনে হতো কলেজে না আসলে বাসায় দম বন্ধ হয়ে যাবে। হঠাৎ করেই কলেজ, কলেজের ড্রেস, ব্যাগ, আইডি কার্ড, নেম প্লেট, হাত ঘড়ি, ছাতা, চশমা, রুমাল আর সবচাইতে মিস করি দুই বেনি করা😭। আমার দুই বছরের জীবন এই গুলো দিয়েই কেটে গেছে। কতো হাসি, কান্না, খুনশুটি,ভালোবাসা, অভিমান, পচানো, মজা করা, কলেজ পালানো, ক্লাস ফাকি, অকারণে ছাগল গরু ইত্যাদি বকা শোনা, হাজারটা সময় অপচয় করে বান্ধবীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকা, বিভিন্ন জায়গায় প্রাইভেট পড়া আরও অনেক আছে যা বলে শেষ হবে না। রোল ৫০৩ বলে আর কেউ কলেজের পুরোনো নাম ডাকার খাতাটা খুলবেনা, স্টোর রুমে রেখে দিবে হয়তো বা বিক্রি করবে। জীবনের মানেটা এই দুই বছরে কিভাবে গুছিয়ে নিতে হয় শিখে গেছি।

যদি আর একবার কলেজ ড্রেস পড়ে ক্লাস রুমে পড়াশোনা করতে বলতো হয়তোবা বিরক্তিকর না আর বলতাম না, হাসি মুখে ক্লাসের বসার জায়গায় বসে পড়তাম। আহা! কি দিন, মনে পড়লেই চোখের কোণে এক চিলতি অশ্রু চলে আসে। প্রিয় কলেজের সাথে যাবতীয় কর্মকাণ্ড এবং জিনিসগুলো টিকে থাকবে অন্তরের আরেক স্মৃতির পাতায়💝।
তোমায় অনেক ভালোবাসিগো😭😍।
বিদায়ের তারিখঃ২৫মার্চ,২০১৯💔
লেখা: ত্রিসাতো বানশ্রি শাংমা
সাবেক শিক্ষার্থী,সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ