আজ ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৪ ইং

ঝালকাঠিতে পুলিশের মাদক বিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক,

ইমাম বিমান : ঝালকাঠি থেকে 

 

ঝালকাঠিতে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক সহ ১২ পিস ইয়াবা উদ্ধার। সোমবার বিকেলে শহরের কলেজ খেয়াঘাট এলাকা থেকে মো: জহির উদ্দিন প্রেম (২০) ও ইমরান খান রুবেল (২৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে ডিবি পুলিশ আটক করে। পরে আটক কৃতদের দেহ তল্লাশি করে ১২ পিস ইয়াবা উদ্ধার করে।

এ বিষয় ঝালকাঠি ডিবি পুলিশের পরিদর্শক এনামুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে শহরের কলেজ খেয়াঘাট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় দুই যুবককে সন্দেহ হলে তাদের দেহ তল্লাশী করলে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। আটককৃতরা হলো শহরের পূর্ব চাঁদকাঠী এলাকার নান্নু মিয়ার ছেলে মো: জহির উদ্দিন প্রেম (২০) এবং একই এলাকার সুলতান আহমেদের ছেলে ইমরান খান রুবেল (২৮)। তাদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান তিনি। উল্লেখ্য এর আগেও রুবেল এবং প্রেম মাদক সহ গ্রেপ্তার হয়েছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ