আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

নুন আনতে পান্তা ফুরায় তাদের আবার করোনা 

শাহ্ আলম (রাঙ্গামাটি প্রতিনিধি)

অবাক হওয়ার কিছু নেই,যারা দিন আনে দিন খায় তাদের নিত্য দিন অভাব তাড়িয়ে বেড়ায়।আর সামাজিক দূরুত্ব? হাসালেন? ব্যাঙ্গ করেই আমার প্রশ্নের জবাব দিলেন কাপ্তাই ওয়াগ্গা চা বাগানের শ্রমিক নারায়ন মালী।

আমি আমার পেশাগত কাজের ফাঁকে ওয়াগ্গা খালের ব্রীজের উপর খানিকটা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দাড়ালাম।নদীর দিকে হঠাৎ দৃষ্টি পড়লো আমার।কর্ণফুলি বড় নদী থেকে ওয়াগ্গা ছোট নদীতে প্রবেশ করলো গাদাগাদি করে নৌকা ভর্তি একদল চা শ্রমিক।

ক্যামরা বন্দী করতে দেরী করলাম না। আমার উৎসুক দৃষ্টি দেখে চা শ্রমিক নেতা নারায়ন মালী এগিয়ে আসলো। নমস্কার দিয়ে বিনয়ের সাথে জানালেন ওপারের চা বাগান থেকে চা পাতার কুঁড়ি সংগ্রহ করে ফিরা হচ্ছে। করোনা পরিস্হিতিতে সামাজিক দূরুত্ব না মানা প্রসঙ্গে হেসেই জবাব দিলেন —— বাবু গরীবের আবার সামাজিক দূরুত্ব মানা আর না মানা।পেটে ভাত নেই।সকাল হলেই ছেলে মেয়েদের নানা রকম বায়না।নুন আনতে পান্তা ফুরায়।তাই গরীবের করোনা হয় না।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ