আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

লালমনিরহাটের অসহায় শীতার্দের পাশে”আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশন”

পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধি:

স্বেচ্ছাসেবী সামাজিক উন্নয়নমূলক সংগঠন “আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের” সহায়তায় লালমনিরহাট জেলার হাতীবান্ধা-পাটগ্রাম উপজেলার স্থায়ী ১৮ শত শীতার্ত অসহায় ও গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) অত্র ২ উপজেলার গরীব-মেহনতী মানুষের উপস্থিতিতে তুরস্কের ধর্ম মন্ত্রনালয় অধীনে ও তুরস্কে দিয়ানেট ফাউন্ডেশনের উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণকালে “আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনে” প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং কম্পিউটার প্রকৌশলী ইফতেখার হোসেদ মাসুদ বলেন, সমাজের অসহায় গরীব মানুষগুলো প্রচন্ড শীতের প্রকোপে অনেক কষ্টে দিনাতিপাত করছে। তাই তাদের গায়ে এক টুকুরো উষ্ণ কাপড় দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সবসময় গরীব-দুঃখীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।

তুরস্ক দিয়ানেট ফাউন্ডেশন বর্তমানে পৃথিবীর ১৪৯টি দেশে মানবিক সাহায্য বিতরণ করছে। কম্বল বিতরণকালে তুরস্ক দিয়ানেট ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি ওজহান আদসিজ উপস্থিত ছিলেন।

এছাড়া হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, বড়খাতা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নুর-ই-এলাহী বকুল, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, পাটগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান নিলু প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ