আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

রাঙ্গুনিয়ায় তিন মাশায়েখের স্বরণ সভায় বক্তারা “আউলিয়া কেরামের প্রদর্শিত পথই সত্যের পথ”

 

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি :

গাউসিয়া কমিটি বাংলাদেশ উত্তরের আয়োজনে ত্রিশ পারা দরুদ শরীফ প্রনেতা ছাহেবে মজমুয়ায়ে সালাত রাসুল (দঃ) খলিফায়ে শাহে জিলান খাজা আবদুর রহমান ছৌহরভী (রহঃ), বাংলাদেশে অসংখ্য সুন্নি প্রতিষ্টানের প্রতিষ্ঠাতা, মসলকে আলা হযরতের অন্যতম প্রচারক, হযরত সৈয়দ আহমদ শাহ সিরিকোটি (রহঃ) ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শায়খুর হাদিস, শেরে মিল্লাত, মুফতি ওবাইদুল হক নঈমী (রহ:) এর স্বরণে বাদে জুমা মির্জা হোসাইন তৈয়বিয়া তাহেরিয়া মাদরাসা মসজিদে এক স্বরণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আউলিয়া কেরামের প্রদর্শিত পথই সত্যের পথ। তাদের প্রদর্শিত আহলে সুন্নাত ওয়ার জামায়াত হলো শান্তি ও মুক্তির একমাত্র পথ। উল্লেখ্য করোনা কালীন সময়ে যেখানে প্রিয়জনের মৃত্যুতে দুরে সরে যাচ্ছে। সেখানে গাউসিয়া কমিটি বাংলাদেশ করোনা কালে মৃত্যুবরণকারীদের দাপন,কাফন, সৎকার, আ্যম্বুল্যান্স সেবা, অক্সিজেন সহ আপদকালীন সব ধরনের সেবা দিয়ে মানবতার আহবানে গোটা দেশব্যাপী খেদমত করে যাচ্ছে। যা প্রত্যেকের কাছে প্রমানযোগ্য।

উক্ত স্বরণ সভা উপজেলা উত্তর গাউসিয়া কমিটি বাংলাদেশের সভাপতি আলহাজ্ব গাজী আবুল কালাম বয়ানী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মোতালেব মাতব্বর এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা ইসলামী ফ্রন্টে সভাপতি অধ্যক্ষ আজিজুল হক আলকাদেরী, চট্টগ্রাম উত্তর জেলা গাউসিয়া কমিটির সহ-দাওয়াতে খায়র সম্পাদক আলহাজ্ব সেকান্দর হোসেন চৌধুরী, সহ-সভাপতি মুজিবুর রহমান সওদাগর, কাজী আইয়ুব, আলহাজ্ব মুহাম্মদ লোকমান কোম্পানি,ছাদেকুর চৌধুরী টিপু, যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব ছালেহ আহমদ সওদাগর, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ইলিয়াস চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রসেনার সাব্রক সভাপতি হাফেজ মুহাম্মদ শহিদুল্লাহ, গাউছিয়া কমিটির দাওয়াত খায়ের সম্পাদক মাওলানা নুরুন্নবী আলকাদেরী, প্রচার সম্পাদক গোলাম রব্বানী, অর্থ সম্পাদক মাওলানা নুরুল আলম হেলালী, শিক্ষা বিষয়ক সম্পাদক কাজী মুহাম্মদ মামুনুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে রাজানগর ইসলামপুর সুন্নী ঐক্য পরিষদের পক্ষ থেকে করোনায় মৃত ব্যক্তির দাফন কাফনের জন্য গাউছিয়া কমিটির নেতৃবৃন্দের হাতে ১০হাজার টাকা প্রদান করেন পরিষদের আহবায়ক আবু তাহের তালুকদারসহ সকল নেতৃবৃন্দ।
পরিশেষে দোয়া,মিলাদ,কিয়াম ও মোনাজাতের শেষে তাবারুক বিতরণের মাধ্যমে সমাপ্ত হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ