আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

দোহারে গবাদিপশু চিকিৎসা ও ঔষধ বিক্রির দোকানে প্রশাসনের অভিযান।

 

শহীদুল্লাহ্ সুমন দোহার উপজেলা প্রতিনিধি : 

আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় নিরাপদ ও স্বাস্থ্য সম্মত পশু জবাইয়ের লক্ষ্যে গবাদিপশু চিকিৎসা ও ঔষধ বিক্রির দোকান গুলোতে ক্ষতিকর ও ভেজাল ও মেয়াদহীন পশুখাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিপণন করছে মনিটরিং করতে অভিযান পরিচালনা করেছে দোহার উপজেলা প্রশাসন। বুধবার( ২২ জুলাই) অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।

এসময় ভেজাল ঔষধ ও মেয়াদ হীন ভ্যাক্সিন রাখার দায়ে ভ্রাম্যমান আদালতে মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন ২০১০ এর ১২ ধারা লংঘনের অপরাধে ২০ ধারায় তিন ব্যবসায়ীকে চার হাজার পাঁচ শত টাকা অর্থদ্ন্ড দেয়া হয়। এসময় অভিযানে সহযোগীতা করেন পশু চিকিৎসক শামিম হোসেন ও দোহার থানা পুলিশ।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, কোরবানি ঈদকে সামনে রেখে দোহারে নিরাপদ ও স্বাস্থ্য সম্মত পশু জবাইয়ের লক্ষ্যে গবাদিপশু চিকিৎসা ও ঔষধ বিক্রির দোকান গুলোতে অভিযান অব্যাহত থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ