আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

ভাওয়াল কলেজ মাঠে পশুর হাট বসানোর সিদ্ধান্ত স্থগিত,শিক্ষার্থীদের উচ্ছ্বাস!

 

বিশেষ প্রতিনিধিঃ-
মো.গোলাম মৌলা

কলেজের শিক্ষার্থীদের ক্ষোভের মুখে, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে গরুর হাট বসানোর সিদ্ধান্ত স্থগিত হয়েছে।

জানা যায়,কয়েকদিন আগে কলেজের মাঠে গরুর হাট বসানোর জন্য সিটি করপোরেশন এর কাছ থেকে অনুমতি নেয়া হয়।
গরুর হাট এর প্রচারনাও চলছিলো জোরসই ভাবে।

নিজেদের কলেজ মাঠে কুরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্ত কে কলেজের শিক্ষার্থীরা নিন্দা জানায়।
মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কলেজের শত শত শিক্ষার্থী,
কলেজ মাঠে হাট বসানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে স্ট্যাটাস দিতে থাকে।

কলেজের ছাত্র ছাত্রীরা কলেজ মাঠে গরুর হাট বসানোর বিরুদ্ধে অবস্থান নেয়।
তারা জানায় কলেজ একটি উচ্চশিক্ষা অর্জনের স্থান,
এখানে গরুর হাট বসলে নানা ধরনের মানুষের আগমন হবে, গান বাজনা হবে যা কলেজের পরিবেশ এর সাথে বেমানান ।

কলেজের সর্বস্তরের শিক্ষার্থীদের এই দাবীর সম্পর্কে
খুব দ্রুতই অবগত হন, কলেজের জনপ্রিয় ছাত্রলীগ নেতা রবিন সরদার।
শিক্ষার্থীদের দাবির সাথে তিনিও একাত্মতা প্রকাশ করে,কলেজ মাঠে হাট বসানোর সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেন৷

হাটের ইজারাদার দের একজন মোহাম্মদ রইস উদ্দিন “দৈনিক আগামির সংবাদ” কে জানান,
সিটি করপোরেশন এর অনুমতি সাপেক্ষে কলেজ মাঠে গরুর হাট বসানোর সিদ্ধান্ত নেয়া হয়।ইজারাদার রইস উদ্দিন,
কলেজের প্রিন্সিপাল এর কাছ থেকে অনুমতি নেয়ার কথা বললেও,
কলেজের প্রিন্সিপাল মাসুদা শিকদার জানান তিনি কাউকে লিখিত অনুমতি দেননি।
বরং, কতগুলো শর্ত দিয়েছিলেন এবং উক্ত শর্ত ইজারাদার কতৃক পূরন হলেই কেবল তিনি অনুমতি দিবেন বলে তিনি ইজারাদার দের জানিয়েছিলেন।

“এখন কেন কলেজ মাঠে হাট বসানোর সিদ্ধান্ত স্থগিত করলেন?

এমন প্রশ্নের জবাবে রইস উদ্দিন বলেন,
শিক্ষার্থীদের ক্ষোভের মুখেই হাট এর স্থান পরিবর্তন করা হয়েছে।

কলেজের শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করায় এবং তাদের প্রানের দাবী আদায়ে তাদের পাশে থাকার জন্য ছাত্রলীগ নেতা রবিন সরদার কে,
কলেজের সকল স্তরের শিক্ষার্থীরা ধন্যবাদ জানিয়েছেন।

ছাত্রলীগ নেতা রবিন সরদার “দৈনিক আগামির সংবাদ” কে জানান ,
তিনি পূর্বেও শিক্ষার্থীদের ন্যায্য দাবী আদায়ে সংগ্রাম করেছেন এবং ভবিষ্যতেও করবেন৷ তিনি,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ কে ধারন করে আজিবন সেবার ব্রত নিয়ে রাজনীতি
করার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ