আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

অনুদানে ব্যাপক সাড়া , জমা ৪ লাখ ৩০ হাজার

হাসান চৌধুরী দিপু,ফটিকছড়ি প্রতিনিধি:

স্বপ্নের ফটিকছড়ি কোভিড-১৯ হসপিটাল রুপান্তরে অনুদান প্রদানে সাধারণ মানুষের ব্যাপক সাড়া অব্যহত। কওমী মাদ্রাসার ছাত্ররাও প্রথমবার অনুদান নিয়ে আসলেন। আজ মঙ্গলবার উপজেলা তহবিলে জমা ৪ লাখ ৩০ হাজার।

দাতারা হলো:-
১। ৫০,০০০/- অনুদান প্রদান করে হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় এসএসসি-২০০২ ব্যাচ।

২। ৫০,০০০/- অনুদান প্রদান করেন নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক।

৩। ৩৫,০০০/- অনুদান প্রদান করে সমগ্র ফটিকছড়ির কওমী মাদ্রাসার শিক্ষার্থীরা।

৪। ৩০,০০০/- অনুদান প্রদান করা হয় পাইন্দং উচ্চ বিদ্যালয় ব্যাচ -২০০২ এর পক্ষ থেকে।

৫। ২২,০০০/- অনুদান প্রদান করে পাইন্দং উচ্চ বিদ্যালয় ব্যাচ-২০০৯।

৬। ২০,০০০/- অনুদান প্রদান করেন মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি আরব আমিরাত রাস আল খাইমা শাখা।

৭। ১৪,০০০/- অনুদান প্রদান করে ইছাপুর বিএমসে ডিগ্রী কলেজ,জাহানপুর।

৮। ১০,০০০/- অনুদান প্রদান করা হয় নিউ মেসার্স আকবর মোটরসাইকেল ওয়ার্ক্স থেকে।

৯। ১০,০০০/- অনুদান প্রদান করেন ধর্মপুরের মুক্তিযোদ্ধা মোঃ তবিহুল আলম।

১০। ১০,০০০/- অনুদান প্রদান করে দুবাই প্রবাসী বখতিয়ার।

১১। ৫,০০০/- অনুদান প্রদান করেন ফটিকছড়ি পৌরসভা ৪ নং ওয়ার্ড এর মোঃ নাছির উদ্দিন।

১২। ৫,০০০/- অনুদান প্রদান করেন লেলাং এর প্রবাসী মোঃ খোরশেদুল আলম।

১৩। ৫,০০০/- অনুদান প্রদান করেন নাজিরহাট পৌরসভার ওমান প্রবাসী রাশেদ চৌধুরী।

১৪। ৫,০০০/- অনুদান প্রদান করে নাজিরহাট পৌরসভা হিলফুল ফুযুল একতা সংঘ।

১৫। ৪,৫৫০/- অনুদান প্রদান করেন রোসাংগীরির রুহিনা আকতার মীম।

১৬। ৪,০০০/- অনুদান প্রদান করেন হেয়াকো ব্লাড ডোনার ফাউন্ডেশন, ফটিকছড়ি।

১৭। ৪,৩৮০/- অনুদান প্রদান করেন রোসাংগীরির আল-আমিন।

১৮। ২,৭৩০/- অনুদান প্রদান করেন রোসাংগীরির মোঃ আমিন।

১৯। ১,৫০০/- অনুদান প্রদান করেন শাহীর মুহতাসিম চৌধুরী।

★এছাড়াও অনুদান প্রদান করেন ::

★১,১৬,১১৬/- অনুদান প্রদান করেন ফটিকছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকা ও প্রাক্তন শিক্ষার্থী পরিবার।

★৩০,০০০/- ও ৪টি মোবাইল সেট প্রদান করা হয় নাজিরহাট পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলীর গঠিত তহবিল থেকে।

★তিনটি অক্সিজেন সিলিন্ডারসহ ৬০,০০০/- টাকার অনুদান প্রদান করেন ছাত্রলীগ নেতা ফরহাদ।

© প্রচারণা টিম
ফটিকছড়ি কোভিড-১৯ হসপিটাল।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ