আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

রাবি চিকিৎসা কেন্দ্রের প্রধান করোনায় আক্রান্ত

 

রাবি প্রতিনিধি :

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক ডা. তবিবুর রহমান শেখ সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের রিপোর্টে তাঁদের ‘করোনা পজিটিভ’ আসে। বর্তমানে বাড়িতে থেকে চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন তাঁরা।

মঙ্গলবার ডা. তবিবুর রহমান শেখ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গাড়ির ড্রাইভার ও গৃহকর্মীসহ বাসার সাতজন করোনায় আক্রান্ত হয়েছেন।

ডা. তবিবুর আরো বলেন, ‘আমি-আমার স্ত্রী, দুই মেয়ে ও মেয়ের জামাই পেশায় ডাক্তার। সবাই নিয়মিত রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলাম। কীভাবে করোনায় আক্রান্ত হয়েছি তা বলতে পারছি না। তবে আক্রান্ত সবাই ভালো আছি।’

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। আমি ডা. তবিবুর রহমানসহ তাঁর পরিবারের সুস্থতা কামনা করছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ